খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৭ জুলাই, শিলিগুড়ি: খুঁটিপুজোর মাধ্যমে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করল শিলিগুড়ির সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। এবছর তাদের পুজো ৬৯ থম বর্ষে পা রাখবে। প্রতি বছর দুর্গাপুজোতে নতুন চমক দিয়ে থাকে এই ক্লাব। ২৩ নম্বর ওর্য়াডের কাউন্সিলার লক্ষ্মী পালের উপস্থিতিতে খুঁটিপুজো সম্পন্ন হয়।
ক্লাব সম্পাদক মদন ভট্টাচার্য জানান, এবার সুরক্ষার দিকে বেশি নজর দেওয়া হয়েছে। এবছর সাবেকি আনার পাশাপাশি পরিবেশবান্ধব এবং সমাজ বান্ধব মন্ডপসজ্জা থাকবে।পাশাপাশি থাকবে কুমোরটুলির প্রতিমা।