খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ জুলাই, তুফানগঞ্জঃ তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্তর্গত দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর জুনিয়র বেসিক স্কুল 8/269 এবং কৃষ্ণপুর হাই স্কুল 8/268 শুরু হয়েছে ভোটগ্রহণ। প্রসঙ্গত এই দুটি বুথে নির্বাচনের দিন ভোট লুট এবং ব্যালট বাক্স ভাঙচুরের অভিযোগ ছিল। ফলে দুটি বুথেই ভোট বাতিল করতে বাধ্য হয় প্রশাসন। আজ শুরু হয়েছে পুনরায় ভোটগ্রহণ। কেন্দ্রীয় বাহিনী দিয়ে কার্যত মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বরকে। যাতে কোন ধরনের বিশৃঙ্খলা পরিবেশ তৈরি না হয়।
কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তুফানগঞ্জের দুটি বুথে শুরু ভোটগ্রহণ
Date:
Share post: