খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২১ জুলাই, মালদা: দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির, আহত হয়েছেন আরও একজন। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পুরাতন মালদা থানার শিমুল ধাপ এলাকায়। মৃতের নাম হাবলু চৌধুরী (৪৫)। আহত হয়েছেন সঞ্জীত মুরিয়ালি (৪২)। দুইজনেরই বাড়ি পুরাতন মালদা থানার নারায়ণপুর এলাকায়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বাইকে করে দুইজনে মিলে গাজোলের আট মাইল থেকে বাঁশ কিনে বাড়ি ফিরছিলেন। সেই সময় পুরাতন মালদা থানার শিমুলদা এলাকায় উল্টোদিক থেকে একটি বাইক এসে তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুইজন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। জরুরি বিভাগেই হাবলু চৌধুরীকে চিকিৎসকের মৃত বলে ঘোষণা করেন। সঞ্জীত চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত ব্যক্তির পরিবারসহ গোটা গ্রামে।