খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ জুলাই, মালদাঃ ভোট পরবর্তী হিংসা রুখতে তৎপর রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বুধবার সকালে ইংরেজবাজার ব্লকের সাতটারি গ্রামে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সাতটারী এলাকার বিভিন্ন বুথ ও স্পর্শকাতর এলাকায় রুট মার্চ করেন মিল্কি ফাঁড়ি পুলিশের এ.এস.আই আরশেদ হোসেন। পাশাপাশি এলাকার শান্তি শৃঙ্খলা নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন কেন্দ্রীয় জওয়ানরা।
উল্লেখ্য পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় অশান্তির ছবি দেখা দিয়েছে সারা বাংলা জুড়ে। তাই এলাকায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই রুটমার্চ বলে পুলিশ সুত্রে খবর। ভোট পরবর্তী হিংসা এড়াতে পশ্চিমবঙ্গে আগামী আরও ১০ দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।