খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ জুলাই, মালদা: গত তিন দিনের টানা বৃষ্টির জেরে রবিবার সকাল থেকে জলমগ্ন ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী সহ বেশ কিছু এলাকা। জলমগ্ন হয়ে পড়েছে একাধিক রাস্তা। জল ঢুকে পড়ছে বাড়িতে। এই নিয়ে প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসীরা। তাঁদের অভিযোগ, ৩০ থেকে ৪৫ মিনিট টানা বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা। দীর্ঘ বছরের সমস্যা এটি। স্থানীয় কাউন্সিলার, প্রশাসন এবং পুরসভাকে জানানো সত্ত্বেও কাজের কাজ কিছু হয়নি। এদিকে টানা দুদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা। জল ভেঙে স্কুল কলেজ বাজার ঘাট করতে হচ্ছে ওয়ার্ডবাসীদের।