খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ জুলাই, নয়াদিল্লি: জামিন খারিজ হরে গেল সুকন্যা মণ্ডলের। বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে খারিজ হয়ে যায় সুকন্যার জামিনের আবেদন। ছয় সপ্তাহের জন্য জামিনের আবেদন করেছিলেন অনুব্রত কন্যা। গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করা হয়। আপাতত তিনি রয়েছেন তিহাড়ে। জেল সূত্রে খবর, এদিন আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন সুকন্যা। তাঁকে নিয়ে যাওয়া হয় তিহাড় জেলের হাসপাতালে।
এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দেন গোরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল, মেয়ে সুকন্যা, মণীশ কোঠারি এবং সায়গর হোসেন। এদিন দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর শেষ পর্যন্ত সুকন্যার জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়।