খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ জুলাই, ধূপগুড়ি: দলীয় নির্দেশ না মেনে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন অনেকে। তাদের মধ্যে অনেকেই পরবর্তীতে ভুল বুঝে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে এরপরও অনেকে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর নির্দল প্রার্থীদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিল রাজ্য তৃণমূল নেতৃত্ব। অনেক জায়গায় তাদেরকে বহিষ্কারও করা হয়েছিল। মঙ্গলবার ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এরকম আঠারো জনকে দল থেকে বহিষ্কার করলেন সভাপতি দীপু রায়। ১৮ জনের মধ্যে একজন প্রধান এবং বাকি তিনজন পঞ্চায়েত সদস্য ছিলেন বলে জানা গিয়েছে।
তাঁরা নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও এতে দলে কোনরকম প্রভাব পড়বে না বলেও জানান ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।