খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ জুন, দিনহাটা: পুরোনো মামলায় গ্রেপ্তার দিনহাটা ২ নং ব্লকের বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বিদায়ী প্রধান তাপস দাস। পুলিশি অভিযানের নামে তাঁর বাড়িঘরে তাণ্ডব এবং মহিলাদের হেনস্তার অভিযোগ তুলল তাঁর পরিবার।
জানা গিয়েছে, প্রধান তাপস দাস আজ পুরোনো কোন মামলার জন্য দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিতে এলে সেই সময় তাকে পুলিশ গ্রেপ্তার করে। এবং পরবর্তীতে সাহেবগঞ্জ থানার পুলিশের একটি দল চলে যায় তাপস দাসের বাড়িতে। তাপস দাসীর স্ত্রী অনিতা দাস ও তার মেয়ে সহ গ্রামবাসীদের অভিযোগ সেখানেই তল্লাশির নামে তাদের বাড়ি লন্ডভন্ড করে এবং তাপস দাসের স্ত্রীকে বেধড়ক মারধর করে পুলিশ। এমনকি মুখ খুললে পরিস্থিতি খারাপ হবে এমনটাও শাসানি দিয়েছে পুলিশ বলে অভিযোগ।
তাপস দাসের স্ত্রী আরো অভিযোগ করেন গতকাল রাতে প্রধান তাপস দাসের সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর কোন এক কারণে বাক-বিতণ্ডা হয়। পরিবারের লোকের আশঙ্কা সেই কারণেই আজকে তার বাড়িতে পুলিশ দিয়ে এমন অভিযান চালানো হয়। যদিও ঠিক কোন মামলায় তাপস দাসকে গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে এখনো জেলা পুলিশের তরফ থেকে কোনরকম তথ্য দেওয়া হয়নি। এবারেও তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন তাপসবাবু। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেও গিয়েছিলেন। তারপরেই তাঁকে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এবিষয়ে খবর লেখা পর্যন্ত উদয়ন গুহ ও পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি।