খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ জুলাই, মালদা: ২১ শে জুলাইয়ের কর্মসূচিতে যোগ দিতে দলে দলে আজ থেকেই রওনা দিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। মালদা থেকে প্রায় দশ হাজার তৃণমূল নেতা কর্মী এদিন কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। মালদায় শতাধিক বাস ভাড়া করা হয়েছে।
কর্মসূচিতে যোগ দিতে তৃণমূল নেতা-কর্মীদের উৎসাহের কমতি নেই। প্রতি বছরের মতো এই বছরও ২১ শে জুলাই কলকাতায় তৃণমূলের শহিদ দিবস পালন ও কেন্দ্রীয় সমাবেশ হথে চলেছে। তবে চলতি বছর দিনটিকে শ্রদ্ধা দিবস হিসাবে পালন করতে চলেছে তৃণমূল।