ভোট মিটতে না মিটতেই কোচবিহারে আনন্দ মিছিল তৃনমূলের

0
386

কোচবিহার, ১৯ এপ্রিলঃ কিছু বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে মিটল প্রথম দফার ভোট৷ শুক্রবারের সকাল থেকে দেশ তথা রাজ্যজুড়ে শুরু হয়েছিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট৷ সেই সঙ্গে বাংলার তিনটি কেন্দ্র তথা কোচবিহার, আলিপুরদুয়ার, ও জলপাইগুড়িতে এদিন লোকসভা ভোট পর্ব মিটল৷ তবে বারেবারে অশান্তির খবর নিয়ে খবরের শিরোনামে এসেছে কোচবিহার৷ তবে অবাক করার মতো বিষয় হল, এদিন ভোট মিটতে না মিটতেই সন্ধ্যায় কোচবিহার বিজয় মিছিল বা আনন্দ মিছিল বের করল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস।

লোকসভার দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই মাঠ বুঝে নিতে তৈরি ছিল তৃণমূল কংগ্রেস। প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়ে তৃণমূল কংগ্রেস। দলের সুপ্রিমো থেকে শুরু করে দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার এই তিনটি কেন্দ্রে পালা করে প্রচার সেরেছেন। বিজেপির হাত থেকে এই আসন গুলো ছিনিয়ে নেওয়ার জন্য দাঁত কামড়ে প্রচার সেরেছে তৃণমূল কংগ্রেস।

এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কোচবিহার শহরের দাস ব্রাদার্স মোড় থেকে ওই আনন্দ মিছিল বের হয়। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ওই মিছিল শেষ হয় দাস ব্রাদার্স মোড়েই। এদিন ওই আনন্দ মিছিলের নেতৃত্ব দেন কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার পৌরসভার কাউন্সিলার মোস্তাক আহমেদ সহ অন্যান্যরা।

এদিন এবিষয়ে কোচবিহার জেলা তৃনমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, কোচবিহার জেলার সাধারণ ভোটারদের রায় আপনাদের জানা রয়েছে। প্রতিটি বুথ থেকে বা বিধানসভা থেকে উঠে আসা রিপোর্টে অনুযায়ী যা দাঁড়াচ্ছে তা থেকে আগাম আনন্দ মিছিল বা বিজয় মিছিল। মানুষ যা রায় দিয়েছে তাতে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক প্রায় ১ লক্ষ ভোটে পরাজিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here