রামনবমীতে অশান্তির জের, মুর্শিদাবাদের দুই ওসিকে সাসপেন্ড করল কমিশন

0
62

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ এপ্রিল, কলকাতা: রাম নবমীর দিন মুর্শিদাবাদের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে অশান্তির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগে মুর্শিদাবাদের বেলডাঙা ও  শক্তিপুর থানার দুই ওসিকে সাসপেন্ডের নির্দেশ দিল নির্বাচন কমিশন। শুধু তাই নয়, তাঁদের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশনের ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, এলাকায় ঘনঘন সাম্প্রদায়িক অশান্তি এড়াতে ব্যর্থ ওই দুই ওসি। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষ যাতে সাসপেন্ডেড আধিকারিকদের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে, তার নির্দেশ দিল কমিশন। একই সঙ্গে ওই দুই পুলিশকর্তার বদলি হিসাবে তিন জন দক্ষ অফিসারের নামও পাঠাতে বলেছে কমিশন।

রামনবমীতে মুর্শিদাবাদ, হাওড়া-সহ রাজ্যের কয়েকটি জায়গায় অস্ত্র মিছিল ঘিরে অশান্তি হয়। এসবের পর এদিন প্রথম দফা ভোট শেষ হতেই মুর্শিদাবাদের বেলডাঙা ও শক্তিপুরের ২ ওসিকে সরিয়ে দেওয়ার নোটিস পাঠাল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাকেশ কুমারের  তরফে এ ব্যাপারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, এ ব্যাপারে কী পদক্ষেপ করা হল, আগামীকাল শনিবার বেলা ১১টার মধ্যে কমিশনের দিল্লির অফিসে রিপোর্ট পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে। শক্তিপুর এবং বেলডাঙার ওই দুই অফিসারের নাম যথাক্রমে রাজু মুখোপাধ্যায় এবং মহম্মদ জামালউদ্দিন মণ্ডল। কমিশন জানিয়েছে, ‘শাস্তি’ হিসাবেই আপাতত এই দুই পুলিশকর্তা জেলার পুলিশ হেড কোয়ার্টারে থাকবেন। নির্বাচন সংক্রান্ত কোনও কাজই তাঁরা করতে পারবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here