কোচবিহারে ভোট দিয়েই বাড়ি ফেরার পথে মৃত্যু তৃণমূল কর্মীর

0
234

কোচবিহার, ১৯ এপ্রিলঃ ভোট দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। মৃত ব্যক্তির নাম সুশীল বর্মণ। বয়স ৭০ বছর। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ১ ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের জোরশিমুলি এলাকায়। জানা যাচ্ছে ৫/২৬ বুথে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে ভোটগ্রহণ কেন্দ্র থেকে কিছুটা দূরে তৃণমূলের দলীয় শিবিরে বসে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। সে সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তাঁর মৃত্যু হল বলে জানা যাচ্ছে।

মাথাভাঙা ১ ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের তৃনমূল কংগ্রেসের সহ সভাপতি ঝন্টু বর্মন বলেন, ‘আজ ওই বুথে প্রথম ভোটার ছিলেন তিনি। তাঁর এভাবে চলে যাওয়াটা মেনে নিতে কষ্ট হচ্ছে।‘ শীতলকুচির প্রাক্তন তৃণমূল বিধায়ক হিতেন বর্মন বলেন, ‘দুর্ভাগ্যজনক ঘটনা। ভোটের দিন এমন ঘটনা না ঘটলেই ভালো হত।’

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রচন্ড তাপদাহের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বর্ষীয়ান ওই তৃণমূল কর্মীর। ঘটনার জেরে এলাকার কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিন কোচবিহারে সর্বোচ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশাপাশে। সঙ্গে ছিল তীব্র তাপদাহও।

শুক্রবার সারা দেশের সঙ্গে এ রাজ্যের তিনটি আসনেও লোকসভা ভোট হচ্ছে। প্রবল তাপদাহ এবং বিক্ষিপ্ত অশান্তির মাঝেও তিনটি আসনেই  বিকেল পাঁচটা পর্যন্ত দেশের মধ্যে বাংলার তিনটি লোকসভা আসনে গড় ভোটের হার সবচেয়ে বেশি। শতকরা গড় ভোটের হার ৭৭.৫৭ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here