খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুন, ধূপগুড়ি: সাইকেল এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার ধূপগুড়ি ব্লকের শালবাড়ি ওভারব্রিজ এলাকার ঘটনা। মৃতের নাম বসন্ত রায়। তিনি ফুলবাড়ি কাচারি পাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
জানা গিয়েছে, ধূপগুড়িতে ডাক্তার দেখানোর পর বাড়ি ফিরছিলেন তিনি। সাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা মারে। তৎক্ষণাৎ রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্হলে যান ধূপগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনী। মৃতদেহটি ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে আনা হয়েছে।