খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ জুলাই, মালদা: ভোটের বলি এক তৃণমূল কর্মী। শনিবার সকালে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচকের গোপালপুরের বালুটোলা বুথে। পুলিশ জামিয়েছে, মৃত তৃণমূল কর্মী নাম শেখ মালেক(৪০)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন। ঘটনাস্থলে পুলিশ।
অন্যদিকে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল মালদার রতুয়ার চাঁদমনি ২গ্রাম পঞ্চায়েতের খোঁচ খামার প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ, ভোট দিতে যাওয়ায় সময় কংগ্রেস নেতা নাজির আলির নেতৃত্বে দুষ্কৃতীরা ভোটারদের উপরে হামলা চালায়। ঘটনায় মেজারুল হক নামে এক যুবক জখম হয়েছেন। তাঁকে মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী বুথে ছিল না বলে দাবি গ্রামবাসীদের। ঘটনাস্থলে রয়েছে পুলিশ বাহিনী।
অন্যদিকে, বুথ দখলে বাধা দেওয়ায় নির্দল প্রার্থীকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের প্রার্থীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার জোলাপাড়া এলাকায় ১৮৮ নম্বর বুথে। আহত নির্দল প্রার্থী সাফিউল ইসলাম (৩৫)। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।