খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪জুলাই, মালদা: গণনা কেন্দ্র থেকে ঢিল ছোট দূরত্বে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে জেলা পরিষদের ব্যালট পেপার। তৃণমূল চক্রান্ত করে বিজেপির ব্যালট পেপারগুলি ফেলে দিয়েছে অভিযোগ জেলা পরিষদের বিজেপি প্রার্থীর। শুক্রবার মালদার মানিকচক ব্লকের মথুরাপুর হাট এলাকার ঘটনা। বহু সংখ্যক ব্যালট পেপার পড়ে থাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনা জানতে পেরে 28 নম্বর জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী গৌড়চন্দ্র মণ্ডল সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়।
28 নম্বর জেলা পরিষদ আসনের তৃণমূল প্রার্থী কবিতা মন্ডল প্রায় ছয় হাজার ভোটে বিজেপি প্রার্থী গৌড়চন্দ্র মন্ডলকে পরাজিত করেছেন। কিন্তু ব্যালট পেপারগুলি উদ্ধার হওয়ায় বিজেপিকে হারানোর লক্ষ্যেই তৃণমূল চক্রান্ত করে ব্যালট পেপারগুলি ফেলে দিয়েছে বলে অভিযোগ বিজেপির। গোটা বিষয় নিয়ে আদালতের দ্বারস্থ হবেন এমনটাই জানিয়েছেন বিজেপির প্রার্থী গৌরচন্দ্র মন্ডল। গোটা ঘটনার প্রতিবাদ জানিয়ে মানিকচক ব্লক প্রশাসনিক ভবনের সামনে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক বিক্ষোভ প্রদর্শন করেন। ব্লক প্রশাসনিক আধিকারিকদের সাথে সাক্ষাৎ করে উপযুক্ত ব্যবস্থার দাবিও করেন।