খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ জুলাই, ময়নাগুড়ি: গত বুধবার ধূপগুড়ি ব্লকের গাড়িয়ালটারি এলাকার বাসিন্দা তুলেন রায়(৩৫) এবং চৌহদ্দি এলাকার বাসিন্দা মজিবুল হক (৪৫) জলঢাকা নদী পাড় হতে গিয়ে তলিয়ে যান। এরপর সিভিল ডিফেন্স কর্মীরা নদীতে সন্ধান করলেও তাদের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। গত বৃহস্পতিবার মজিবুল হকের দেহ উদ্ধার করে ধূপগুড়ি থানার পুলিশ। কিন্তু তখন পর্যন্ত সন্ধান মেলেনি তুলেন রায়ের। অবশেষে সোমবার বিকেল নাগাদ জলঢাকা নদী সংলগ্ন বিদেশি পাড়া এলাকার বেশ কিছু যুবক নদীতে মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়।
এরপর পুলিশ গিয়ে রানীরহাট মোড় সংলগ্ন নতুন বন্দর এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করেন। পুলিশের তরফে খবর দেওয়া হয় তুলেন রায়ের পরিবারকে। পরিবারের লোক এসে মৃতদেহটি শনাক্ত করেন। ময়নাগুড়ি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছেন। পুলিশ জানিয়েছেন মঙ্গলবার ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানো হবে।