খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৫ জুলাই, দার্জিলিং: ‘পাহাড়ে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী। অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করাতে পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি এদিন দার্জিলিঙয়ে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। দার্জিলিঙের ম্যাল ও ম্যাল সংলগ্ন বিভিন্ন এলাকায় রুট মাচ করলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সাধারণ মানুষের মনোবল বৃদ্ধির পাশাপাশি ভোটদাতাদের কেউ যাতে প্রভাবিত করতে না পারে বা কোনো ভয়-ভীতি দেখাতে না পারে তা সুনিশ্চিত করতে এদিন রাজ্য পুলিশকে সাথে নিয়ে রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী৷
দার্জিলিঙে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী, ম্যাল ও সংলগ্ন এলাকায় রুট মার্চ
Date:
Share post: