খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪ জুলাই, কোচবিহার: রাজ্যে পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার রাজ্যে এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। শুক্রবার কোচবিহারে এসে পৌঁছাল প্রতিনিধি দল। কমিটির নেতৃত্বে রয়েছেন প্রাক্তন মন্ত্রী রবিশংকর প্রসাদ।
সকাল সাড়ে নয়টার সময় উত্তরবঙ্গ এক্সপ্রেসে চেপে নিউ কোচবিহার স্টেশনে নামেন রবিশংকর প্রসাদ। সেখানে তাঁকে স্বাগত জানানোর জন্য উপস্হিত ছিলেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়। রবিশংকর এদিন কোচবিহারে আক্রান্ত বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। ভোটে আক্রান্তদের সঙ্গে কথা বলে আজই দিল্লি উড়ে যাবেন রবিশংকর প্রসাদরা। দিল্লি গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে বাংলার পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেবেন তাঁরা।