খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪ জুলাই, শিলিগুড়ি: শুক্রবার সকাল থেকে ভারী বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়ে শিলিগুড়ির একাধিক এলাকা। শান্তিনগর, হায়দরপাড়া, মিলনপল্লি, হাসপাতাল মোড়, কলেজ পাড়া, শক্তিগড় সহ একাধিক এলাকা চলে গিয়েছে জলের তলায়।
জলমগ্ন শিলিগুড়ি পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের অশোকনগর সহ বিস্তীর্ণ এলাকা। প্রতিবছর বর্ষায় একই পরিস্থিতি হয় এই এলাকায়। প্রায় হাঁটু সমান জল জমে গিয়েছে ওই এলাকায়। তাতেই সমস্যায় পড়েছেন পথচলতি মানুষেরা। জল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি পেয়েও সমস্যা সমাধান না হওয়ায় ক্ষোভ স্থানীয়দের।
পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টিপাতের ফলে জলস্তর বৃদ্ধি পেয়েছে মহানন্দা নদীতে। বিপদসীমার উপর দিয়ে জল প্রবাহের জন্য ফুলবাড়ির মহানন্দা ব্যারেজের কন্ট্রোলরুম থেকে সতর্ক করা হয়েছে আশেপাশের গ্রামগুলিকে।
উত্তরবঙ্গে আগামী ২ দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।