নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে, জেলায় জেলায় রুটমার্চ শুরু কেন্দ্রীয় বাহিনীর

Date:

Share post:

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুন: পঞ্চায়েত ভোট উপলক্ষে জেলায় জেলায় পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে রুটমার্চ। জলপাইগুড়িতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন জায়গায় শনিবার বিকেলে এলাকার মানুষদের নির্ভয়ে ভোট দানের আবেদন জানান পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

দিনহাটা মহকুমা এবং কোচবিহারেও এসে পৌঁছেছে বাহিনী। শনিবার দিনহাটা এলাকায় শুরু হয়েছে রুটমার্চ। বাহিনীর পরিচালনায় ছিলেন দিনহাটা থানার পুলিশ আধিকারিক। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর তরফে স্থানীয়দের আশ্বস্ত করা হয়। কোনওরকম গণ্ডগোল এলাকায় সৃষ্টি হলে কড়া হাতে তা দমন করা হবে বলে জানানো হয়।

কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে বাঁকুড়ার ইন্দাসেও। কেন্দ্রীয় বাহিনীর দল দুটি ভাগে ভাগ হয় ইন্দাসে থানা এলাকায় দুটি স্থানে রুট মার্চ করে। শুক্রবার বাঁকুড়ায় ১ কোম্পানি সিআরপিএফ বাহিনী হাজির হয়। শুক্রবার বাঁকুড়া সদর থানায় ও বেশ কিছু এলাকায় রুট মার্চ করে তারা। ওই বাহিনী শনিবার বিকেলে ইন্দাসের বিভিন্ন প্রান্তে শুরু করে রুট মার্চ। নদীয়ার রানাঘাটের কলেজেও এসে উপস্থিত হয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আরামবাগ, ভাঙড়ে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে শুরু করেছে রুটমার্চ।

আলিপুরদুয়ারে পুর এলাকায় বাহিনীকে রুটমার্চ করানোর অভিযোগ বিরোধীদের। বিরোধীদের অভিযোগ, প্রথম দিন কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে পুর এলাকায় ও রাজ্য সড়কের উপর রুটমার্চ করায় আলিপুরদুয়ার থানা ৷ গ্রামে নিয়েই যাওয়া হয়নি কেন্দ্রীয় বাহিনীকে। পাহাড়ে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। কালিম্পংয়ে রুটমার্চ শুরু করেছে আইটিবিপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

‘যে বিজেপি ঘুমিয়ে আছে, তাদেরকে ঘুমিয়ে থাকতে দিন, ঘুম ভাঙ্গালে তারা দাঙ্গা লাগাবে” বিস্ফোরক দাবি হিপ্পির

শীতলকুচি, ১৯ জানুয়ারিঃ “যে বিজেপি ঘুমিয়ে আছে, তাকে ঘুমিয়ে থাকতে দিন,কারন বিজেপি দাঙ্গাবাজ, তাই শীতলকুচিতে বিজেপিকে আর কোন কর্মসূচী...

রায়গঞ্জের দাবাং পুলিশের পাশে দাঁড়ালেন যোগী রাজ্যের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বনোয়ারি লাল ভার্মা

জলপাইগুড়ি, ১৯ জানুয়ারিঃ রায়গঞ্জের দাবাং পুলিশের পাশে দাঁড়ালেন যোগী রাজ্যের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বনোয়ারি লাল ভার্মা। শনিবার...

সেটেলমেন্ট কর্মচারী সমিতি উদ্যোগে মিলন মেলা উৎসব অনুষ্ঠিত হল কোচবিহারে

কোচবিহার, ১৯ জানুয়ারিঃ মিলন মেলা উৎসব অনুষ্ঠিত হল কোচবিহারে। এদিন কোচবিহার লিচু তলার মাঠে পশ্চিমবঙ্গ সেটেলমেন্ট কর্মচারী সমিতি...

৫০ বোতল ফেনসিডিল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল তুফানগঞ্জ থানার পুলিশ

প্রদীপ কুন্ডু, তুফানগঞ্জ: ৫০ বোতল ফেনসিডিল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল তুফানগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে...