খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ জুলাই, দক্ষিণ দিনাজপুর: ভোট নিয়ে সন্ত্রাসের অভিযোগ পেয়ে সশস্ত্র আদিবাসীদের নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগ উঠল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়া এলাকার ঘটনা। এতে বাধা দিতেই তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকারের সঙ্গে সুকান্ত তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, এদিন গঙ্গারামপুর ব্লকের ঠ্যাঙ্গাপাড়া হাইস্কুলে ১৮৯ ও ১৯০ নম্বর বুথে চলছিল পঞ্চায়েত ভোট ভোট নিয়ে সন্ত্রাসের অভিযোগ পেয়ে এলাকায় যান সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে তির ধনুক হাতে ছিলেন আদিবাসীরাও। সেখানে উপস্থিত তৃণমূল জেলা সভাপতি মৃনাল সরকার। তিনি আদিবাসীদের বাধা দিলে তৃণমূল ও বিজেপি দুই তরফের কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় উত্তেজনা। তৃণমূল কর্মীরা সুকান্ত মজুমদারকে গো-ব্যাক স্লোগান দিতে শুরু করেন। তৃণমূল সমর্থকরা পাথর ছুড়ে গাড়ি ভাঙচুর করে বলেও অভিযোগ। খবর পেয়ে সেখানে যায় বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল জেলা সভাপতির অভিযোগ, ‘সুকান্ত মজুমদার আদিবাসীদের নিয়ে এসে বুথ দখল করে ছাপ্পা ভোট করার চেষ্টা করছেন।’ অন্যদিকে সুকান্ত মজুমদারের দাবি, তৃণমূল জেলা সভাপতি ছাপ্পা দেওয়ার চেষ্টা করছিলেন। তাঁরা সন্ত্রাসের খবর পেয়ে সেখানে এসেছেন। তবে আদিবাসীরা কোথা থেকে এসেছে তা তাঁর জানা নেই বলেই জানিয়েছেন তিনি।