খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৭ জুন, দিনহাটাঃ পঞ্চায়েত ভোটের মুখে অশান্ত কোচবিহারের দিনহাটা। তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত্যু হয়েছে ১ জনের। আহত হয়েছেন ৫ জন। মঙ্গলবার সকালে দিনহাটার গিতালদহের জারিধরলা গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম বাবু হক। জানা গিয়েছে, এদিন সকালে জারিধরলা গ্রামে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল কর্মী বাবু হকের। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালে।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর অভিযোগ, ‘বিজেপি প্রতিবেশী রাজ্য থেকে দুষ্কৃতী এনে হামলা চালিয়েছে।’ অভিযোগ উড়িয়ে দিনহাটা শহর মণ্ডল বিজেপি সভাপতি অজয় রায় জানান, এই ঘটনার সঙ্গে রাজনীতি জড়িত নয়। টাকা লেনদেন নিয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দল।