খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১১ জুলাই, উত্তর ২৪ পরগনাঃ হারের ভয়ে ব্যালট পেপার চিবিয়ে খাওয়ার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার এক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। হাবড়ার ভুরকুন্ডা পঞ্চায়েতের ৩১ নম্বর বুথের ঘটনা। সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদারের দাবি, তিনি চার ভোটে জিতছিলেন। হঠাৎ টেবিল থেকে বেশ কয়েকটি ব্যালট নিয়ে খেয়ে ফেলেন তৃণমূল প্রার্থী মহাদেব মাটি। এমনকী বান্ডিলের বাকি ব্যালট ছড়িয়ে দেন ঘরে। গোটা ঘটনায় হতবাক জয়ের মুখে থমকে যাওয়া সিপিএম প্রার্থী।
জানা গিয়েছে, ঘটনার পর ওই টেবিলে গণনা স্থগিত রাখা হয়েছে। প্রশাসন এখনও কাউকে জয়ী ঘোষণা করতে পারেনি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি তাঁকে বিজয়ী হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন সিপিএম প্রার্থী। যদিও ব্যালট পেপার গিলে ফেলার অভিযোগ ঠিক নয় বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থী মহাদেব মাটি। তাঁর দাবি তিনি ৫৬ ভোটে জয়ী হয়েছেন।