খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১১ জুলাই, বাঁকুড়াঃ ভোট গণনা কেন্দ্রের বাইরে আক্রান্ত হলেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। মঙ্গলবার তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠল। ভাঙচুর করা হল বিজেপি বিধায়কের গাড়ি। চন্দনার অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
এদিন সকালে শালতোড়ার নেতাজি সেন্টিনারি কলেজের গণনাকেন্দ্রের কাছে বিজেপির শিবিরে বসেছিলেন বিধায়ক। আচমকাই বিজেপি শিবির লক্ষ করে ঢিল পড়তে থাকে। তাতে কয়েক জন বিজেপি কর্মী আহত হন। ঢিল লেগে ভেঙে যায় বিধায়কের গাড়ির কাচ। আরও কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায়। এর পর পুলিশ এসে দু’পক্ষকে সরিয়ে দেয়। চন্দনার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে।
যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা শ্যামল সাঁতরা বলেন, ‘‘ভোটের মনোনয়ন পর্বেই প্রার্থী নিয়ে ওদের দলে কোন্দল শুরু হয়। বিধায়ককে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির কর্মী-সমর্থকরা। নিজেদের দলের ঝগড়া ঢাকতে এখন তৃণমূলের উপর দায় চাপাচ্ছে বিজেপি।”